কখনো স্বপ্ন নিয়ে চিন্তা করেছেন কি অপর এ
কটি স্বপ্ন হবে? সেখানেই আপনি ঘুমোবেন? আবার একই স্বপ্নে নতুন করে সময় শুরু করবেন নতুন করে ঘুমোবেন? আবার সে স্বপ্ন থেকে ফিরতে গিয়ে আপনার জীবন সঙ্গি ও হারাবেন...!! আবার সে স্বপ্নে গিয়ে আপনি অন্য জন এর সাথে স্বপ্ন শেয়ার করছেন, আবার সে স্বপ্নে নতুন স্বপ্ন তৈরী করছেন..!!
হ্যাঁ বলছি #Inception মুভির কথা। একজন সাধারন তম মানুষ এর চিন্তাশক্তির বাহিরে গিয়ে #ক্রিষ্টোপার_লোনার ছবি টি তৈরী করেছেন।
আমার নিজের ই এখন মনে হচ্ছে স্বপ্না লোক থেকে লেখা গুলি লিখছি , ইচ্ছে হচ্ছে মরে গিয়ে আসল দুনিয়া তে ফিরে যেতে কিন্তু ভয় হয়, যদি মরে যাই! যদি ফিরে না আসি...!
লেখাটা এখানে রেখে লাঠিম ঘুরিয়ে পরিক্ষা করে বুঝতে পারলুম আমি স্বপ্না লোক এ না, না আসলেই পরিক্ষা করেছি কারন আমি ঘর অন্ধকার করেই মুভি টি দেখেছি।
এক সময় এর জন্য হলে ও মনে হচ্ছে অনেক বড় একটা জিনিস মিস করে ফেলতাম যদি না এটা সাজেশন এ আসতো। এ জন্য ধন্যবাদ জানাই Rasel Mahmud & Ibrahim Mahmud কে!🌸
যদি এ স্বপ্ন খেলা না দেখে থাকেন তবে বলবো চরম মিস করে ফেলছেন, মুভির ড্রাইভ লিং পেতে ইনবক্স এ নক দিতে পারেন🌸❤️
No comments:
Post a Comment